বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সৈন্যরাও যুদ্ধ করেছিল এবং স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল। ওই মুহূর্তটা ছিল ভারতীয়দের জন্য গর্বের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী দু'দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বীজ বপন করেছিলেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে সম্পর্ক বজায় রেখেছেন। এ বন্ধুত্বের সম্পর্ক চিরদিন অটুট থাকবে।
শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবা ডিগ্রি কলেজের নবনির্মিত মহাত্মা গান্ধী ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী প্রমুখ।
উল্লেখ্য, ভারত সরকারের ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে মহাত্মা গান্ধী একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৫ অক্টোবর ২০১৭/আরাফাত