বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তার আইনজীবী ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমরা হাসপাতালের পরিচালককে হাইকোর্টের নির্দেশনানুযায়ী চিকিৎসা দেয়ার জন্য আহ্বান জানিয়েছি। একই সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত বোর্ডে ফিজিওথেরাপিস্ট, গাইনোলজিস্ট রাখার জন্য হাসপাতালের পরিচালককে আহ্বান জানিয়েছি।
রবিবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মওদুদ বলেন, বিএনপি চেয়ারপারসনের সার্বক্ষণিক খোঁজ নিতে পরিচালককে অনুরোধ করেছি। তিনিও সুচিকিৎসার আশ্বাস দিয়েছেন।
এ সময় খালেদা জিয়ার আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে দুপুর পৌনে ১২টার দিকে প্রতিনিধিদলটি হাসপাতালে প্রবেশ করে। এরপর প্রতিনিধিদলটি বিএনপি নেত্রীর সার্বিক বিষয়ে খোঁজ নিতে বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুনের রুমে প্রবেশ করে।
এর আগে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে চিকিৎসার জন্য শনিবার বিএসএমএমইউতে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম