আগামী ২০ অক্টোবরের পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০০ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
দুই দিনের সফরে সোমবার রংপুরে গিয়ে নগরীর বাসভবন স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, এখন শুধু ঘোষণাই বাকি। আগামী ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা হবে।
জাপার নেতৃত্বে কোন্দল নিয়ে অভিযোগ প্রসঙ্গে এরশাদ বলেন, আমার স্ত্রী (জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ) ও ছোট ভাইয়ের (কো-চেয়ারম্যান জিএম কাদের) কোনো দ্বন্দ্ব নেই। জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ক্ষমতায় যাওয়াই আমাদের লক্ষ্য।
এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) খালেদ আকতার, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ফখরুজ্জামান জাহাঙ্গীর, মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর, ২০১৮/মাহবুব