জাতীয় সংসদে সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইন সংশোধনসহ সাত দফা দাবিতে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট মোস্তফা পাটোয়ারী এ কথা জানান।
মোস্তফা পাটোয়ারী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ৩১ অক্টোবরের মধ্যে দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।
বিডি প্রতিদিন/৯ অক্টোবর ২০১৮/হিমেল