লোক দেখানো সংলাপ করে কেউ যদি ভেতরে ভেতরে নির্বাচন বানচালের পরিকল্পনা করে, তার সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা সংলাপ করছি, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেই সঙ্গে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তার সমুচিত জবাব দিতেও প্রস্তুত আওয়ামী লীগ।
শনিবার রাজধানীর বনানীতে জাতীয় চার নেতার প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গতকাল গণভবনে বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ছাড়া তাদের সব দাবি মেনে হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যুক্তফ্রন্ট ইভিএম ব্যবহার না করার যে অনুরোধ জানিয়েছে, সেটা নিয়ে আমাদের নেত্রী (শেখ হাসিনা) মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে পারেন।
সংলাপের জন্য আরো ৩১টি আবেদন জমা আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী প্রস্তুতি, মনোনয়ন, জোট-অ্যালায়েন্স ইত্যাদি নানা বিষয় রয়েছে। তাই আগামী ৭ নভেম্বরের মধ্যেই সব সংলাপ শেষ করা হবে।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৮/মাহবুব