সাম্প্রতিক সময়ে গণস্বাস্থ্য কেন্দ্রে হামলার ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে তার যোগদানের কারণে রাজনৈতিক প্রতিপক্ষের সহায়তায় গণস্বাস্থ্য কেন্দ্রের ওপর হামলা হয়েছে। এই হামলা পরিকল্পিত’।
শনিবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘গণস্বাস্থ্য কেন্দ্রে লুটতরাজ, নারীকর্মীদের লাঞ্ছনা এবং মামলা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
যদিও জাফরুল্লাহ চৌধুরীর রাজনৈতিক প্রতিপক্ষ কে? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে জবাবে তিনি সুনির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি।
এক প্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের ৭ জন সদস্য রয়েছে। এর মধ্যে তিনি একজন। এই অবস্থান থেকে তিনি আর সরে আসবেন না।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বেশ কিছু মামলার আসামি হয়েছেন ডা. জাফরুল্লাহ। মামলাগুলোর মধ্যে মাছ চুরি, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে এই বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। এছাড়া ঢাকার আশুলিয়ার মির্জানগরে গণস্বাস্থ্য কেন্দ্রের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পিএইচএ ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠে।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৮/মাহবুব