প্রধানমন্ত্রীর চলমান সংলাপ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এই চিঠি হস্তান্তর করেন জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল। সেই চিঠিতে স্বাক্ষর করেন ড. কামাল হোসেন।
সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এজন্য ১ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানিয়েছে ইসি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর