ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রাতের দিকে আকস্মিক কুয়াশা বাড়তে থাকলে পদ্মায় দিক-নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। চলাচলরত ফেরিগুলোর দিক নির্ণয়ে সমস্যা হলে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, কুয়াশা কেটে গেলেই চলাচল শুরু হবে।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৮/হিমেল