কওমি সনদের সরকারি স্বীকৃতি বিল জাতীয় সংসদে পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ সংবর্ধনা দিচ্ছে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ। সকাল ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই শোকরানা মাহফিল অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ভোর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়েছেন হাজার হাজার আলেম ওলামা। এখন তারা প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষায় রয়েছেন।
সকাল থেকে মাহফিল সফল করতে দলে দলে যোগ দেয় কওমি শিক্ষার্থী-আলেম ওলামারা। ভোর থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে যাত্রা করেন তারা।
এদিকে রাজধানীতে বড় এই সমাবেশকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৮/হিমেল