একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চতুর্থ দিনের মত মনোনয়ন ফরম বিক্রি ও জমার কার্যক্রম শুরু করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হয়।
এদিকে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেওয়ার জন্য নির্ধারিত সময়ের আগেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করতে থাকেন দলীয় নেতাকর্মীরা।
সোমবার থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।
এখন পর্যন্ত ৩ হাজার ৫৬৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এরই মধ্যে ৩৩৭টি ফরম জমা পড়েছে। রাত আটটা পর্যন্ত দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে ১৬ নভেম্বর পর্যন্ত।
বিডি প্রতিদিন/কালাম