আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৮২ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শুক্রবার দলীয় সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, বাম জোটের অন্যান্য দলের সাথে আলোচনার ভিত্তিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও অন্যান্য দল, বাম গণতান্ত্রিক জোট দেড় শ’র বেশি আসনে প্রার্থী দেবে। ফলে ৮২ আসনে প্রার্থী চূড়ান্ত করলেও এসব বিবেচনায় অনেক আসনে প্রার্থী নির্বাচন করেনি সিপিবি।
সূত্র আরও জানায়, সিপিবি প্রার্থীরা কাস্তে মার্কা নিয়ে লড়বেন। নিবন্ধন নেই এমন কয়েকটি দল সিপিবি’র কাস্তে মার্কায় নির্বাচন করতে পারে। তবে যেসব দলের নিবন্ধন আছে তারা তাদের মার্কায় নির্বাচন করবেন।
'ভিশন মুক্তিযুদ্ধ-৭১' শ্লোগানকে সামনে সিপিবির ইশতেহার প্রণয়নের কাজ চলছে। আগামী ২৯ নভেম্বর সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার প্রকাশের সম্ভাবনা আছে দলটির।
বাম জোটেরও ইশতেহার প্রণয়নের কাজ চলছে বলেও জানা গেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম