জনগণের ম্যাজেস্ট্রি সবার ওপরে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের হিসাবে আওয়ামী লীগ এগিয়ে আছে। তাই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা করি।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের মহাজোট বিপুল ভোটে জয়লাভ করবে।
আওয়ামী লীগ এবং মহাজোট- ইলেক্টেবল ও উইনেবল প্রার্থীদেরই মনোনয়ন দেবে জানিয়ে তিনি বলেন, মনোনয়ন তালিকা ২৭ নভেম্বরের মধ্যে করার কোনো বিকল্প নেই। ২৭ নভেম্বর অতিক্রম করা যাবে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মনোনয়নের জন্য আমরা যে তালিকা চূড়ান্ত করেছিলাম, সেখানেও শেষ মুহূর্তে অনেক পরিবর্তন আসছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম