একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি বুধবার বিকাল ৩টায় অধিবেশন বসবে। সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আজ এ অধিবেশন আহবান করেছেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭টিতে জয় পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করে আওয়ামী লীগ। ২৯৮ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। জোটগতভাবে আওয়ামী লীগ সংসদে ২৮৮ আসন পেয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির জোট-সঙ্গীরা সব মিলিয়ে পেয়েছে মাত্র সাতটি আসন। তবে এখনো তারা এমপি হিসেবে শপথ নেয়নি।
সচিবালয়ের আইন শাখা জানিয়েছে, প্রথম অধিবেশন শুরু হবে দশম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে। অধিবেশনের শুরুতে একাদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ডেপুটি স্পিকার শপথ নিবেন স্পিকারের কাছে। সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ ভাষণ দিবেন। এই অধিবেশনেই সংসদের কার্য উপদেষ্টা কমিটিসহ সব মন্ত্রণালয় ও সংসদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিসহ সব কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি দশম সংসদের মেয়াদ শেষ হবে। ২০১৪ সালের ২৯ জানুয়ারি দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/আরাফাত