ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
গত দুইদিনের মতো বৃহস্পতিবার দাউদকান্দির আমিরাবাদ থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা ব্রিজ পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।
রয়েল কোর্সের যাত্রী সফিকুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদ থেকে যানজট রয়েছে। থেমে থেমে যান চলাচল করছে। খুবই ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
এদিকে কুমিল্লা থেকে সকাল ৯টায় রওয়ানা দিয়ে বিকাল ৩টায় ঢাকায় পৌঁছেছেন সাংবাদিক শাহীন আলম।
তিনি জানান, মেঘনা ব্রিজের একপাশ বন্ধ করে কাজ করা হচ্ছে। তাই শুধু এক লেন দিয়ে যান চলাচল করছে। এক লেন দিয়ে যান চলাচলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন দ্বিতীয় গোমতী, মেঘনা ও কাঁচপুর সেতুতে ধীরগতিতে যান চলাচলের কারণে এ মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। মঙ্গলবার রাত থেকে মেঘনা সেতুর উভয় পাশে এই যানজট ছড়িয়ে পড়ে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, মেঘনা ও গোমতী সেতুর নির্মাণাধীন কাজের কারণে যানবাহন ধীরগতিতে চলছে। এতে সেতুর দুই পাশে যানজট অব্যাহত থাকলেও তা স্থায়ী হচ্ছে না। কুমিল্লার অংশ থেকে মুন্সিগঞ্জের অংশে যানজট বেশি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৯/মাহবুব/সালাহ উদ্দীন