আড়াই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর থেকে পদ্মা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু হয়। সকাল ৭টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে ফেরির মাকিং বাতির আলো অস্পষ্ট হয়ে গেলে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বিডি প্রতিদিন/হিমেল