আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোর নেতাদের সঙ্গে যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত তা জাতীয় নির্বাচনে প্রমাণ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনেও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।
তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায়। বিএনপি ও ঐক্যফ্রন্টকে উপজেলা নির্বাচনে স্বাগত জানাই।
কাদের বলেন, ‘যাদের সঙ্গে আলোচনা হয়েছিলো খুব শিগগিরই তাদের চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী। তারা যদি গণভবনে আসেন তাহলে তো সামনা-সামনি তাদের আমরা অনুরোধও করতে পারি সংসদে আসার জন্য।’
তিনি আরো বলেন, ‘বিএনপি মানেই জামায়াত, জামায়াত মানেই বিএনপি। ড. কামাল হোসেন জেনেশুনে কেনো এমন ভুল করলেন জানি না। কিন্তু ভুলের খেসারত তাকেই দিতে হবে।’
বিডি প্রতিদিন/কালাম