প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি কাঠামো সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ৭টি গ্রেডের মধ্যে ৬টি গ্রেডের বেতন বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ বেতন বেড়েছে ৫২৫৭ টাকা এবং সর্বনিম্ন ২৭০০ টাকা।
রবিবার বিকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী এসব তথ্য জানান। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, শ্রম ও কর্মসংস্থান সচিব আফরোজা খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আগামী জানুয়ারি মাস থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন মজুরি কাঠামো অনুসারে ডিসেম্বর মাসে যে পরিমাণ টাকা কম পেয়েছেন, তাও জানুয়ারি মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে। এ বিষয়ে আগমী দু’একদিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।
এতে প্রথম গ্রেডে ১৮ হাজার ২৫৭, দ্বিতীয় গ্রেডে ১৫ হাজার ৪১৬, তৃতীয় গ্রেডে ৯ হাজার ৮৪৫, চতুর্থ গ্রেডে ৯ হাজার ৩৪৭, পঞ্চম গ্রেডে ৮ হাজার ৮৭৫ ও ৬ষ্ঠ গ্রেডে ৮ হাজার ৪২০ টাকা করা হয়েছে। এবং ৭ম গ্রেডে ২০১৮ সালে করা ৮ হাজার টাকাই রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৯/মাহবুব