রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়ার অবস্থান আগের চেয়ে ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ সোমবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সঙ্কট সমস্যার সহজ সমাধান নেই। এই সঙ্কট সমাধানে নতুন পরিকল্পনা নিয়ে এগোতে হবে।
তিনি বলেন, 'এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আরও চিন্তা-ভাবনা করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছিলেন। কিন্তু তার সেসব প্রস্তাবের প্রতিফলন আমাদের আলোচনায় ঘটেনি।'
১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও এখনও প্রত্যাবাসন শুরু হয়নি।
সদ্যবিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই মোমেন এই প্রথম নির্বাচনে দাঁড়িয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর নতুন মন্ত্রিসভায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোমেন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম