আগামী মার্চ মাস থেকে ৫ ধাপে শুরু হবে উপজেলা নির্বাচন। আর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এই নির্বাচনের তফসিল।
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই কথা জানান।
ইসি সচিব বলেন, বিভাগওয়ারী ধাপে ধাপে সারাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সারাদেশের সদর উপজেলাগুলোতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৯/আরাফাত