ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী পুনরায় সংসদ নির্বাচনের সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
হেলালুদ্দীন আহমদ বলেন, তাদের দাবি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন বাতিল এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হোটেলে পুনর্নির্বাচন এগুলো করার সুযোগ নেই। কেন্দ্রভিত্তিক ফলাফল রিটার্নিং অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছে আসনভিত্তিক আছে। কিন্তু কেন্দ্রভিত্তিক ফলাফল আমরা সংগ্রহ করি না।
অন্যদিকে, একাদশ জাতীয় সংসদের ৫০টি নারী সংরক্ষিত আসনে পরোক্ষ ভোটের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে বলেও জানান কমিশন সচিব।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৯/আরাফাত