আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সিনিয়র সদস্য ও সদ্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যারা রাজনীতি করে মন্ত্রীত্ব তাদের সবারই প্রাপ্য। একই লোক চিরদিন মন্ত্রী থাকবে এটা হয়না।
সোমবার বিকেলে বরিশাল নগরীর বগুড়া রোডের নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। আমু আরও বলেন, “মন্ত্রী সভার রদবদল আগামী দিনের ভাবনার অংশ। আমরা আর কতদিন, নতুনদের হাতে খড়ি দিতে হবে। এ লক্ষ্য নিয়েই মন্ত্রী সভায় নতুনদের আনা হয়েছে।”
মানুষ এই সরকারের ধারাবাহিকতার জন্য আওয়ামী লীগকে ভোট দিয়েছে। সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হতে পারে, হচ্ছেও। তা প্রতিহত করতে দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান তিনি।
টানা তৃতীয় মেয়াদে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর এই প্রথম বরিশালে আসেন তিনি। নেতার আগমনের খবরে বিমানবন্দর এবং তার বাসভবনে অসংখ্য নেতাকর্মী ভিড় করে।
বিডি প্রতিদিন/হিমেল