হলি আর্টিজানের মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিন ধার্য করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান নতুন এ দিন নির্ধারণ করেন।
আজ মঙ্গলবার মামলার সাক্ষগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর আলম চৌধুরী সাক্ষ্যগ্রহণের জন্য সময় বাড়ানোর আবেদন করেন।
আদালত এ আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এ মামলায় মোট সাক্ষী ২১১ জন; তবে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ২০ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার