পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আবেদনগুলো বিবেচনায় নেওয়ার সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি। সংসদ ভবনে আজ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি। সভায় অংশ নেন কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় পার্বত্য ভূমি সমস্যার সমাধান, সাধারণ প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর মধ্যে সমন্বয়, অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার, শরণার্থী পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের কার্যক্রম, লিজকৃত জমির সঠিক ব্যবহার, ভূমি কমিশন আইনের বিধিমালা প্রণয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। কমিটির আহবায়ক পার্বত্য চটগ্রাম চুক্তি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার