আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের ক্রমশ উন্নতি হচ্ছে। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সাথে স্বাভাবিকভাবে কথা বলছেন।
আগামীকাল তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। তার চিকিৎসা সমন্বয়ক অধ্যাপক ডা. আবু নাসার রিজভী আজ রবিবার সকালে এসব তথ্য জানান।
বর্তমানে ওবায়দুল কাদের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সিঙ্গাপুর-এ চিকিৎসাধীন। সেখানেই আয়োজিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা, সহ-সভাপতি সুমন, সিঙ্গাপুর ছাত্রলীগ নেতা ফিরোজসহ সিঙ্গাপুরের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ প্রমুখ।
ডি প্রতিদিন/ফারজানা