২৩ মে, ২০১৯ ০৮:৫৭

সংগীতশিল্পী খালিদ হোসেনের জানাজা নজরুল ইনস্টিটিউটে, দাফন কুষ্টিয়ায়

অনলাইন ডেস্ক

সংগীতশিল্পী খালিদ হোসেনের জানাজা নজরুল ইনস্টিটিউটে, দাফন কুষ্টিয়ায়

খালিদ হোসেন (ফাইল ছবি)

নজরুলসংগীতের বরেণ্য শিল্পী, গবেষক, স্বরলিপিকার ও একুশে পদকপ্রাপ্ত সংগীতগুরু খালিদ হোসেনের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এরপর কুষ্টিয়ার কোটপাড়ায় মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

বুধবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে শোক নেমে আসে সাংস্কৃতিক অঙ্গনে।

১৯৪০ সালের ৪ ডিসেম্বর কলকাতায় জন্ম খালিদ হোসেনের। পাঁচ দশক ধরে বাংলাদেশে নজরুল গীতির শিক্ষক, গবেষক ও শুদ্ধ স্বরলিপি প্রণয়নে কাজ করে যাচ্ছিলেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ টেক্সট বুক বোর্ডে সংগীত নিয়ে প্রশিক্ষক ও নিরীক্ষকের দায়িত্ব পালন করেছেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর