২০ জুন, ২০১৯ ২২:৪৫

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার

নিজস্ব প্রতিবেদক

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার

ফাইল ছবি

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সংসদে জানিয়েছেন, বাংলাদেশ কর্মজীবী শ্রমিকের সংখ্যা ৫৭ লাখের বেশি। দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার জন। এর মধ্যে ১০ লাখ ৪৩ হাজার শিক্ষিত তরুণ-তরুণী যারা উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পাস। অর্থাৎ দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ৪০ শতাংশ। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে আজকের বৈঠকে মো. ইসরাফিল আলমের (নওগাঁ-৬) ও মহিলা এমপি বেগম হাবিবা রহমান খানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। 

পরিসংখ্যান ব্যুরোর ২০১৬-১৭ অর্থবছরে প্রকাশিত শ্রমশক্তি জরিপ অনুযায়ী তিনি এসব তথ্য তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।

এসময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আরও জানান, সরকার বেকার যুব সমাজকে বেকারত্ব থেকে মুক্ত করতে কর্মসংস্থান ও অন্যান্য সুবিধার মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর