Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৫ জুন, ২০১৯ ১৪:৪৪
আপডেট : ২৫ জুন, ২০১৯ ১৫:১৬

সাকিব-মাশরাফিদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

সাকিব-মাশরাফিদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

সাকিব ও মাশরাফিদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয়ের প্রসঙ্গ উঠে আসে। এসময় প্রধানমন্ত্রী টাইগারদের ভূয়সী প্রশংসা করেন।

অনেক খেলোয়াড় অবসর সময়ে নানা ধরনের আর্থিক সমস্যায় ভোগেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাকিব ও মাশরাফিদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। খেলোয়াড়রা বার্ধক্যজনিত কারণে যাতে আর আর্থিক সমস্যায় না পড়েন, সে জন্য বড় বড় ব্যবসায়ীরা যেন তাদের চাকরি দেয়, সে ব্যবস্থা করা হবে। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান।

বিডি প্রতিদিন/এ মজুমদার


আপনার মন্তব্য