ফার্ম ফ্রেশ ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধ উৎপাদন ও বিপণনের নিষেধাজ্ঞার আদেশ পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। দুধ উৎপাদন ও বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে ফার্ম ফ্রেশ আজ মঙ্গলবার উচ্চ আদালতে আবেদন করলে চেম্বার বিচারপতির আদালত দুধ বিক্রির নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন।
ফার্ম ফ্রেশের পক্ষে আদালতে আবেদন করেন অ্যাডভোকেট মাহবুবে আলম এবং ব্যারিস্টার রাজিউদ্দিন আহমেদ। ১৪টি কোম্পানিকে পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন থেকে পাঁচ সপ্তাহের জন্য বিরত রাখতে হাইকোর্ট সম্প্রতি আদেশ দিয়েছিলেন। শুনানি শেষে ব্যারিস্টার রাজিউদ্দিন আহমেদ বলেন, ফার্ম ফ্রেশ ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধ উৎপাদন ও বিপণন নিয়ে আদালতের নিষেধাজ্ঞার পর আমরা আদালতে শুনানির আবদেন করি। আদালত ফার্ম ফ্রশের ক্ষেত্রে পাঁচ সপ্তাহের জন্য এই আদেশ স্থগিত করেন। ফলে ফার্ম ফ্রেশ দুধ উৎপাদন ও বিক্রিতে পাঁচ সপ্তাহের জন্য আর কোনেও আইনি বাধা থাকলো না।
বিডি-প্রতিদিন/শফিক