ঈদ উল আজহায় এখনো বন্ধ হয়নি ঘরমুখো মানুষের স্রোত। পরিবারের সঙ্গে আনন্দ উদযাপনে আজ মঙ্গলবার রাজধানী ছাড়ছেন অনেকে। মঙ্গলবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ ছিলো চোখে পড়ার মতো।
ভোরের আলো ফোটার পর থেকেই কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনে ভিড় লক্ষ্য করা গেছে। স্বল্প দূরত্বের এসব ট্রেনে মানুষ কিছুটা স্বস্তিতে বাড়ি ফেরার আশায় স্টেশনে এলেও, ভিড় ঠেলেই রওয়ানা হয়েছেন ঘরমুখো মানুষ।
আজ সারাদিনে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে ১৭টি ট্রেন। ঈদের আগে ভয়াবহ শিডিউল বিপর্যয় থাকলেও, ঈদের দ্বিতীয় দিন সময়মতোই ছাড়ছে ট্রেন।
বিডি প্রতিদিন/ফারজানা