১৮ আগস্ট, ২০১৯ ২২:২৪

অতিরিক্ত ডিআইজি হলেন ২০ পুলিশ সুপার

অনলাইন ডেস্ক

অতিরিক্ত ডিআইজি হলেন ২০ পুলিশ সুপার

পুলিশ সুপার পদমর্যাদার ২০ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজিদের পুলিশ হেডকোয়ার্টাসে ন্যস্ত করার পাশাপাশি পৃথক এক আদেশে তাদের নতুন করে পদায়নও করা হয়েছে।

পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- নৌ-পুলিশের হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের তানভীর হায়দার চৌধুরী, খুলনা মহানগর পুলিশের এসএম ফজলুর রহমান, পুলিশ সদর দফতরের কামরুল আহসান, পুলিশের বিশেষ শাখার প্রলয় চিসিম ও এসএম আইনুল বারী, বরিশাল মহানগর পুলিশের হাবিবুর রহমান খান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আবুল কালাম আজাদ, নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন, শিল্পাঞ্চল পুলিশের গোলাম রউফ খান, পুলিশ টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের (টিএন্ড আইএম) শফিকুল ইসলাম, শামীমা বেগম, ঢাকা মহানগর পুলিশের সালমা বেগম, মিরাজ উদ্দিন আহমেদ, একেএম এহসান উল্লাহ, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, মোহাম্মদ তবারক উল্লাহ, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, গুলশানের উপ-কমিশনার এমএম মোস্তাক আহমেদ, চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির।

পদোন্নতি প্রাপ্ত সবাইকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। হাবিবুর রহমানকে ট্রাফিক ট্রেনিং অ্যান্ড ড্রাইভিং স্কুলে, তানভীর হায়দার চৌধুরীকে হাইওয়ে পুলিশে,ফজলুর রহমানকে খুলনা মহানগরে, কামরুল আহসানকে সিআইডিতে, প্রলয় চিসিমকে রবিশাল মহানগর পুলিশে, আইনুল বারীকে পুলিশের বিশেষ শাখায়, হাবিবুর রহমান খানকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে, আবুল কালাম আজাদকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে, ইকবাল হেসেনকে রংপুর রেঞ্জে, গোলাম রউফ খানকে পিবিআইয়ে, শফিকুল ইসলামকে সিলেট মহানগর পুলিশে, শামীমা বেগমকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে, সালমা বেগমকে রাজশাহী মহানগর পুলিশে, মিরাজ উদ্দিনকে রাজশাহী রেঞ্জে, এহসান উল্লাহকে বরিশাল রেঞ্জে,শাহ মিজান শাফিউর রহমানকে ঢাকা মহানগর পুলিশে, তবারক উল্লাহকে তার বর্তমান কর্মস্থল টিএন্ডআইএমে, মোল্যা নজরুলকে নৌ-পুলিশে, মোস্তাক আহমেদকে চট্টগ্রাম মহানগর পুলিশে এবং জিহাদুল কবিরকে ঢাকা রেঞ্জে পদায়ন করা হয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর