১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১২:০৪

শাহজালালে সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক

শাহজালালে সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ

ফাইল ছবি

ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে ঢাকা থেকে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে বলে জানান বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ময়ুরপংখী নামে উড়োজাহাজটি উড্ডয়নের ১০ মিনিট পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে বিমানটি পুনরায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন পাইলট।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ১৪৯ জন যাত্রী নিয়ে বাংলাদেশে বিমানের (বোয়িং ৭৪৭) একটি ফ্লাইট সিঙ্গাপুরের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানের যান্ত্রিক ত্রুটির বিষয়টি পাইলটরা বুঝতে পারেন। এতে করে উড্ডয়নের ১০ মিনিট পরে বিমানটি পুনরায় বিমানবন্দরে অবতরণ করানো হয়।

পরে বিমানের ওই ফ্লাইটটি বাতিল করে অন্য একটি ফ্লাইটে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলেও জানান বিমানের এই কর্মকর্তা

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর