প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে হত্যাচেষ্টাকারী সেই হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে গ্রেফতার করেছে র্যাব। আজ শুক্রবার ভোররাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গুহ রোডের মৃত ফজলুর রহমানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের ডিএডি মো. আব্দুল জব্বার বলেন, গ্রেফতারের পর মিজানকে রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়।
আশ্রয় দেয়া ওই বাড়ির মালিক মৃত ফজলুর রহমানের স্ত্রী নূরজাহান বেগম বলেন, মিজান (পাগলা মিজান) তার মেয়ে জামাইয়ের বন্ধু ছিল। তার মেয়ের জামাই মোস্তাক আহম্মেদ সাত বছর আগে মারা গেছেন। গত বৃহস্পতিবার দুপুরে মিজান তাদের বাসায় আসে। এ সময় তার হাতে শুধু একটি ব্যাগ ছিল। এক রাত থেকে পরের দিন (শুক্রবার) সে সিলেটে মাজারে যাবে বলেছিল। গত বছরও তিনি একবার এসে এক রাত থেকে পরের দিন মাজারে গিয়েছিলেন। সে খারাপ লোক এ কথা জানলে তারা তাকে বাসায়ই ডুকতে দিতেন না।
নূরজাহান বেগমের মেয়ে শিউলি বলেন, মিজান আমার জামাইয়ের বন্ধু ছিল। এই সুবাদে কয়েকবার সে আমাদের বাসায় এসেছিল। তার কাছে হানিফ বাসের টিকেট দেথে বুঝা গেছে এবার সে বাসে করে এসেছে। আগে সে গাড়ি নেয়ে আসতো।
এর আগে, মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের হঠাৎ করে ফুলে-ফেঁপে ওঠা পাগলা মিজানের বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি দল। রাত ১টা থেকে দেড়টা পর্যন্ত আওরঙ্গজেব রোডে পাগলা মিজানের বাড়ির বিলাসবহুল ফ্ল্যাটে মিজানকে পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, পাগলা মিজান ভয়ঙ্কর সন্ত্রাসী। তার বিরুদ্ধে সিটি করপোরেশনের ম্যানহোলের ঢাকনা চুরি থেকে শুরু করে মানুষ হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার বাসায় যারা হামলা করেছিল তার একজন পাগলা মিজান। অথচ সময়ের স্রোতে পাল্টে গেছে অনেক কিছু। ভোল পাল্টিয়েছেন তিনি। পাল্টে ফেলেছেন নামটিও। তিনি এখন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। মোহাম্মদপুরে গড়ে তুলেছেন অপরাধ সাম্রাজ্য। মাদক কারবার থেকে শুরু করে খুন-খারাবি পর্যন্ত নানা অপরাধমূলক কাজে তার নাম উঠে এসেছে বার বার। আওয়ামী লীগের এই নেতার বর্তমান নাম হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান হলেও আগে তার নাম ছিল মিজানুর রহমান মিজান।
বিডি প্রতিদিন/হিমেল