বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারকাজ দ্রুত শেষ করতে সরকারকে চিঠি দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেলে বুয়েট অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের বৈঠক থেকে এ কথা জানানো হয়।
বৈঠকে বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, আবরার ফাহাদ হত্যার বিচারকাজ দ্রুত শেষ করতে সরকারকে চিঠি দেয়া হবে।
হলগুলোয় র্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের বিষয়ে দ্রুততম সময়ে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে উপাচার্য বলেন, দ্রুততম সময়ের মধ্যে ক্যাম্পাসের মধ্যে সিসি ক্যামেরা বসানো হবে। এ জন্য সময়ের প্রয়োজন রয়েছে।
বৈঠকে তিনি আরও বলেন, আমার নিজ ক্ষমতায় বুয়েটে সব রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করছি। এখন থেকে ছাত্ররাজনীতির সঙ্গে কেউ জড়িত থাকলে ডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
এছাড়াও আবরার হত্যা মামলায় এজাহারভুক্ত ১৯ জনকে বুয়েট থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন