হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পাখির সঙ্গে আঘাতের (বার্ড হিট) কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটিতে ১৫৬ জন যাত্রীর পাশাপাশি সাতজন ককপিক ও কেবিন ক্রু ছিলেন। পরে তাদের অন্য একটি উড়োজাহজে সিঙ্গাপুরের পাঠানো হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বোয়িং ৭৩৭-৮০০ ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজটি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু কিছু সময় পর উড়োজাহাজটি শাহজালালে জরুরি অবতরণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বার্ড হিট করায় উড়োজাহাজটি ফিরে এসেছে। এটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানের হ্যাঙ্গারে পাঠানো হয়েছে। পরে সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীদের নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব