শিরোনাম
১৩ নভেম্বর, ২০১৯ ১৭:৫২

ট্রেন দুর্ঘটনায় নিহত শিশু সোহার মায়ের আহাজারি

অনলাইন প্রতিবেদক

ট্রেন দুর্ঘটনায় নিহত শিশু সোহার মায়ের আহাজারি

সোহার মা নাজমা আক্তার

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশনে মঙ্গলবার ভোররাতে আন্তনগর তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে ১৬জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। একই দুর্ঘটনায় নাজমা আক্তার নামে এক নারী প্রাণে বাঁচলেও তার দুই বছর দুই মাস বয়সী মেয়ে আদীবা আক্তার সোহাকে বাঁচাতে পারেননি। 

এই দুর্ঘটনায় আরও আহত হয়েছেন নাজমা আক্তারের স্বামী মহিন আহমেদ সোহেল ও চার বছর বয়সী ছেলে নাফিজুল হক নাফিজ। তারা বর্তমানে পঙ্গু হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া নাজমার খালা রেনুও (৪৫) আহত হয়েছেন। 

এদিকে, মেয়ে সোহাকে হারিয়ে হাসপাতালের বেডে শুয়েই আহাজারি করছেন নাজমা আক্তার। গুরুতর আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) বেডে শুয়ে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘মেয়েটা আমার কোলেই ছিল। হঠাৎ যখন জোরে শব্দ পাই, তখন মেয়েটাকে আরও জোরে জড়িয়ে ধরি। কিন্তু মেয়েটাকে বাঁচাতে পারলাম না। মেয়েরে দাফন করা হয়েছে, কিন্তু দেখতে পারিনি।'

ভিডিও : 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর