পিয়াজ আমদানিতে ভারত ধোঁকা দিয়েছে বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারতের ধোঁকার কারণে পিয়াজে যে সংকট সৃষ্টি হয়েছে সেই শিক্ষাকে সম্পদে পরিণত করা হয়েছে। ৩ বছরের মধ্যে দেশের উৎপাদিত পিয়াজ বিদেশে রফতানি করা হবে।
বুধবার সকালে রংপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে আড়াই হাজার টন পিয়াজের একটি চালান এসেছে। আরও কয়েকটি চালান আসার অপেক্ষায় রয়েছে। বাজার নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
টিপু মুনশি বলেন, আমদানি করা পিয়াজ ছাড়াও আগামী কয়েক দিনের মধ্যে বাজারে দেশি পিয়াজের সরবরাহ স্বাভাবিক হবে। এতে সৃষ্ট পিয়াজের সংকট খুব অল্প সময়ের মধ্যে নিরসন হবে।
২-৩ বছরের মধ্যে দেশ পিয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলে কৃষককে ভালো দাম দিতে বিদেশ থেকে পিয়াজ আমদারি বন্ধ করে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক একেএম রুহুল আমিন।
অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন, উত্তরবঙ্গ থেকে জনশক্তি রফতানির উপর বিশদ আলোচনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শনে যান। সেখানে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম