পানি উন্নয়ন বোর্ডের ২১৩ কোটি টাকা ৬৩ লাখ টাকার অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কমিটি একইসঙ্গে কমিটি এসব বিষয় তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত প্রতিবেদন কমিটিতে উপস্থাপনের সুপারিশ করে।
সংসদ ভবনের কেবিনেট কক্ষে আজ অনুষ্ঠিত সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. মো. রুস্তম আলী ফরাজী। বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, মো. আফছারুল আমীন, মো. শহীদুজ্জামান সরকার, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ, মো. জাহিদুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
ছয় বছর আগের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তরের সুনির্দিষ্ট ১১টি অডিট আপত্তি পর্যালোচনা করে দেখা যায়, প্রাক্কলন, টেন্ডার ও কার্যসম্পাদরে সনদ ছাড়াই ড্রেজার মেরামত বাবদ কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে। কাগজপত্রে কোটি কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেখানো হলেও সেসব জামার বিপরীতে সরকারি কোন রশিদ নেই। আবার কোন ক্ষেত্রে ঠিকাদারের জামানত বা পারফরম্যান্স সিকিউরিটি বাজেয়াপ্ত দেখানো হলেও সে টাকা জমা হয়নি সরকারি কোষাগারে। কোন ক্ষেত্রে আবার ঠিকাদার কাজ না করে পালিয়ে গেলেও তার জামানত ফিরিয়ে দেয়া হয়েছে। এছাড়া অনুমোদিত ডিজাইন অনুসরণ না করে কাজ করার পর জনগণ কোন সুফল না পাওয়ার পরও বিধি মোতাবেক যৌথ পরিদর্শন ও ছাড়পত্র ছাড়াই বিল পরিশোধ করা হয়েছে। ডামিং কাজও করা হয়েছে অনিয়মিতভাবে, যোগসাজশের মাধ্যমে বাতিলযোগ্য ঠিকাদারকে কাজ দেয়া হয়েছে, বারবার অনিয়মিতভাবে দরপত্র গ্রহণ করে ঠিকাদারকে কাজ দেয়া হয়েছে। এসব অনিয়মের ফলে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ২১৩ কোটি ৬৩ লাখ, ২ হাজার ১১৭ টাকা।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল-এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১২-১৩ এ অর্ন্তর্ভুক্ত অডিট আপত্তির উপর আলোচনা হয়। অডিট আপত্তির উপর বৈঠকে সাক্ষ্যগ্রহণ, প্রশ্ন-উত্তর ও জেরা পর্ব অনুষ্ঠিত হয়। চারটি আপত্তি নিষ্পত্তির সুপারিশ করা হয় এবং প্রযোজ্য ক্ষেত্রে তদন্ত করে রিপোর্ট পেশ ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়য়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার