বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা এ বি এম মোশাররফ হোসেনসহ তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। দুজনের পরিচয় এখনও জানা যায়নি।
ওইদিন (মঙ্গলবার) দুপুরে বিএনপির নেতাকর্মীরা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে হাইকোর্ট এলাকায় অবস্থান নেন। এরপর পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। মঙ্গলবার রাতে এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত/এনায়েত করিম