দিনভর অচল হয়ে পড়া সারাদেশের নৌ-শ্রমিকদের ধর্মঘট শনিবার দিবাগত রাতে প্রত্যাহার করা হয়েছে। নৌ-মালিক ও শ্রমিকদের সঙ্গে শ্রম অধিদপ্তরের ডিজির সঙ্গে দীর্ঘ বৈঠকের পর নৌ-শ্রমিকদের খোরাকি ভাতা আগামী মার্চ থেকে কার্যকর করার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক প্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার