প্রাণী উদ্ধারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিনহুড দি অ্যানিমেল রেসকিউয়ার’ সংগঠনের সদস্যদের সহযোগিতা করবে জাতীয় জরুরি সেবা হটলাইন নাম্বার ‘৯৯৯’।
রাজধানীর উঁচু ভবন, গাছ বা গর্তসহ যেকোনও জায়গায় প্রাণী আটকে গেলে, সেখান থেকেই তা উদ্ধারে ছুঁটে আসে সংগঠন ‘রবিনহুড দি অ্যানিমেল রেসকিউয়ার’।
এবার এ কাজকে আরও ত্বরান্বিত করতে সংগঠনটিকে সাহায্য আশ্বাস দিয়েছে সরকারি জরুরি সেবা ‘৯৯৯’ কর্তৃপক্ষ।
গত ২৭ নভেম্বর রাজধানীর ৯৯৯-এর সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সরকারি এ জরুরি সেবার পক্ষ থেকে বলা হয়, প্রাণী উদ্ধারে ‘রবিনহুড দি অ্যানিমেল রেসকিউয়ার’ সংগঠনকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তাদের বলেছি, ৯৯৯ নম্বরে ফোন করে কেউ যদি প্রাণী উদ্ধারের খবর আমাদের কাছে পৌঁছে দেয়, তখন আমরা ওই সংগঠনের ফোন নম্বর দিয়ে অথবা তাদের ফেসবুক গ্রুপে প্রাণী উদ্ধারের খবরটি জানিয়ে দেব। তারপর ওই সংগঠনের সদস্যরাই গিয়ে প্রাণীটি উদ্ধার করবেন। আর এক্ষেত্রে আমরা বলে দিয়েছি, ৯৯৯-এর মাধ্যমে তারা যদি প্রাণী উদ্ধার করেন, সে ক্ষেত্রে কারও কাছ থেকে আর্থিক সহায়তা নিতে পারবেন না।
বিডি প্রতিদিন/কালাম