স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশের হাসপাতালগুলোতে যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে আজ টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদের (চাপাইনবাবগঞ্জ-৩) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর, কেন্দ্রীয় ওষুধাগার, নিমিউ অ্যান্ড টিসি প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনপূর্বক সারাদেশের হাসপাতালগুলোকে যন্ত্রপাতি ও ওষুধ ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সকল হাসপাতালের যন্ত্রপাতি ও ওষুধপত্র ক্রয়সংক্রান্ত কার্যক্রম মনিটরিং করছে। ফলে বর্তমানে অনিয়ম ও দুর্নীতি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার