মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ঢাকা ও নড়াইলে করা পৃথক দুটি মানহানি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ারপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও গোলাম আক্তার জাকির।
হাইকোর্ট নড়াইলের মামলায় ২০১৮ সালের ১৩ আগস্ট এবং ঢাকার মামলায় একই বছরের ১৪ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন। এ জামিন স্থগিত করতে রাষ্ট্রপক্ষ আবেদন করলেও আপিল বিভাগ তা বহাল রাখেন। পরবর্তীতে জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাইকোর্ট গত বছর ৫ ফেব্রুয়ারি জামিনের মেয়াদ এক বছর বাড়িয়ে দেন। এই মেয়াদ শেষ হওয়ার পেক্ষাপটে খালেদা জিয়ার আবেদনে আরো এক বছর জামিন বাড়িয়ে আদেশ দিয়েছেন আদালত।
বিডি-প্রতিদিন/মাহবুব