চীনে মহামারী আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর নিজ নিজ নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। একইসঙ্গে বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ঝুঁকি এড়াতে বাংলাদেশের স্থলবন্দরগুলোতেও হেলথ ডেস্ক বসিয়ে কাজ করছে সরকারের স্বাস্থ্য বিভাগ। যদিও জীবাণু পরীক্ষার মতো পর্যাপ্ত যন্ত্রপাতি তাদের না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এদিকে, দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনির পাঁচ চীনা নাগরিককে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম