মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুস সুবহান মারা যাওয়ায় তার আপিল অকার্যকর ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
জামায়াত নেতা সুবহানের আপিল মামলাটি শুনানির জন্য উঠলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবদুস সুবহান গত ১৪ ফেব্রুয়ারি মারা গেছেন। তখন আদালত সুবহানের আপিল মামলাটি অকার্যকর ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন