জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান হাসপাতালে ভর্তি হয়েছেন। বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে আজ সোমবার রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি হন তিনি।
সন্ধ্যায় আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, 'আব্বার হার্টে কিছু সমস্যা রয়েছে। সেইসঙ্গে বার্ধক্যজনিত নানা জটিলতা তৈরি হয়েছে। এ কারণে তাকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।'
এর আগে, এপ্রিলের প্রথম সপ্তাহে একই ধরনের সমস্যার কারণে অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম