সংযুক্ত আরব আমিরাতে খাদ্যসামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, মৌসুমি ফল ও শাকসবজি। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাতকে উপহার হিসেবে বাংলাদেশ থেকে বাংলামতি চাল, মৌসুমি ফল ও শাকসবজি পাঠানো হয়েছে। মৌসুমি ফলের মধ্যে রয়েছে তরমুজ ও আনারস। এছাড়া সবজির মধ্যে রয়েছে ঢেঁড়স, আলু, শসা ইত্যাদি।
ইতিহাদ এয়ারের একটি কার্গো ফ্লাইটে এসব খাদ্যসামগ্রী সেদেশে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা