দেশের সব বেসরকারি ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের জন্য আসন্ন জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। একইসঙ্গে জাতীয়করণ না হওয়া পর্যন্ত যোগ্য সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বরাদ্দ রাখার দাবিও জানিয়েছেন সংগঠনের নেতারা।
সোমবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষক নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। স্বাগত বক্তব্য রাখেন স্বাশিপ সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, মুজিব শতবর্ষে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ বেসরকারি শিক্ষক কর্মচারিদের প্রাণের দাবি। আশা করি, সরকার এ দাবি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি বলেন, করোনায় শিক্ষা সেক্টর ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে অনেক কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে। ননএমপিও প্রতিষ্ঠান গুলি চরম অর্থ সংকটে পড়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অর্থভাবে অমানবিক জীবনযাপন করছেন।
প্রাথমিকের প্যানেল শিক্ষকরা ও সেকায়েপ প্রকল্পের এসিটি শিক্ষকরা নিয়োগ না পেয়ে অর্থকষ্টে দিন পার করছেন। এ অবস্থায় শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না করা হলে শিক্ষা সেক্টর চরম সংকটে পড়বে। অর্থকষ্টে থাকা বেসরকারি শিক্ষকদের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানান শাহজাহান আলম সাজু।
বিডি প্রতিদিন/আরাফাত