বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশের করোনার পর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। সরকার তাদের জন্য যে ত্রাণ সামগ্রী বরাদ্দ দেয় তার বেশিরভাগই ক্ষতিগ্রস্তদের পর্যন্ত পৌঁছে না। এজন্য বিএনপি শুরু থেকেই এসব অসহায় মানুষের পাশে রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলের নেতাকর্মীরা সব সময় সাধারণ জনগণের পাশে আছে।
সোমবার দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এমপিডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ও সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, বর্তমান সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।
পর্যায়ক্রমে বিএনপির নেতৃবৃন্দ রাজবাড়ি জেলার গোয়ালন্দ, ফরিদপুরের চরভাদ্রসন ও সদরপুর এবং মাদারিপুর জেলার শিবচর ও কালকিনি উপজেলায় বন্যাদুর্গত এলাকার পাঁচ হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করে। এসময় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কেএম জাফর, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, ছাত্রদল নেতা জামিল সিদ্দিকী, মাইদুল ইসলাম স্মরণসহ জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত