বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গুরুতর অসুস্থ হলে তাকে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিউতে রাখা হয়। আজ চিকিৎসকের পরামর্শে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি নিওরোলোজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাই এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকের সঙ্গে কথা বলে সন্ধ্যায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী মোকসেদুর রহমান আবীর বলেন, স্যারের অবস্থা এখন ভালোর দিকে। এখন তিনি কেবিনে রয়েছেন। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকস বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সহধর্মিনী অধ্যাপক শাহেদা রফিক।
বিডি প্রতিদিন/হিমেল