৩০ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৩৯

চেয়ারম্যানকে শপথ না পড়ানোয় গাইবান্ধা ডিসির বিরুদ্ধে রুল

অনলাইন ডেস্ক

চেয়ারম্যানকে শপথ না পড়ানোয় গাইবান্ধা ডিসির বিরুদ্ধে রুল

জেলা প্রশাসক (ডিসি) শপথ না পড়ানোয় অবশেষে হাইকোর্টের দ্বারস্ত হয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের ১৩নং কামারদহ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান। মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল মতিনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এসময় তার সঙ্গে ছিলেন আছরারুল হক ও মো. আমিনুর রহমান চৌধুরী।

আইনজীবী আছরারুল হক জানান, ২০১৬ সালের ৩১ অক্টোবর গোবিন্দগঞ্জের ১৩নং কামারদহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে জয় লাভ করেন মো. তৌফিকুল ইসলাম। দীর্ঘসময় পরেও তার নামে গেজেট প্রকাশ না করায় ২০১৭ সালে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। তার আবেদনের শুনানি নিয়ে ২০১৭ সালের ২৯ অক্টোবর হাইকোর্ট রায় দেন। রায়ে গেজেট প্রকাশ করে তার শপথের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন আদালত।

তিনি আরও জানান, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিলে আবেদন করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ শরীফুল ইসলাম। তার আবেদনের শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আবেদন খারিজ করে দেন। এরইমধ্যে তৌফিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশের মাধ্যমে ২০১৮ সালের ৩ জুলাই নির্বাচন কমিশন গাইবান্ধার জেলা প্রশাসককে শপথ পড়াতে নির্দেশ দেন। 

কিন্তু নির্বাচন কমিশন ও হাইকোর্টের নির্দেশনার পরও দীর্ঘদিন ধরে তাকে শপথ না পড়ানোয় জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেন তৌফিকুল ইসলাম। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত গাইবান্ধা জেলা প্রশাসকের (ডিসিকে) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেন হাইকোর্ট।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর